তোমার ঐ গোলাপি গালের টোল,
যেথায় হৃদয় আমার, দোল খেয়ে যায় দোল ;
তোমার ঐ মিষ্টি মুখের বোল,
কানে বাজে লহরী হয়ে, মিষ্টি মধুর ঢোল ।
তোমার ঐ ডাগর কালো আাঁখি,
যে খাঁচাতে বান্ধা থাকে, আমার পরান পাখি ;
তোমার ঐ ঘন কালো চুল,
যারে আমি ভ্রমর ভেবে, নিত্য করি ভুল ।
তোমার ঐ টকটকে লাল অধর,
ভালোবাসের রাজ্যে যেটি, দরজা সদর ;
তোমার ঐ তুলতুলে কোমল হাত,
কাটিয়ে দেবো চন্দ্ররাতি, হাতে রেখে হাত ।
তোমার ঐ নরম বাহুডোর,
আগলে রাখে, আমার সকল দুঃখের দোর ;
তোমার ঐ মন রাজ্যের সিংহাসন,
যেথায় রাজা হয়ে গড়তে চাই স্থায়ী আবাসন ।