স্বাধীনতা-
মুক্ত আকাশে উড়বে পাখি
দূর পাহাড়ে নজর রাখি,
সাগর বুকে মাছের মেলা
মনের পথে কাটিয়ে বেলা।

স্বাধীনতা-
নিজের মতো ছন্দ গড়া
নিজকে নিজের মতো পড়া,
পাতাল ফুঁড়ে রত্ন আনি
স্বপ্ন সেতো আপন জানি।

স্বাধীনতা-
কথা বলবো হৃদয় খুলে
মনের সব দুঃখ ভুলে,
খুঁজবো বন্ধু সাথি যতো
গড়বো বন্ধন মনের মতো।

স্বাধীনতা-
নিজের খাতায় স্বাধীন লেখা
বুকের মাঝে সুখের রেখা,
ফুল বাগানের স্বাধীন মালি
স্বাধীন অনল বুকে জ্বালি।