আমাদের বাড়ি সেতো ছায়া সুনিবিড়
ঘরগুলো হেথা যেন শান্তির নীড় ;
পাখি দিনের শেষে যেমন আসে ফিরে
আমরাও আসি ফিরে শান্তির নীড়ে ।
সবুজে-সবুজে ঘেরা বাড়িটা আমার
বাগান জুড়ে থাকে ফুলের বাহার ,
ফলে-ফলে ভরে গাছ মিষ্টি রসালো
প্রভাত বেলা ফুটে  নতুন রবির আলো ।
সকালে ভাঙে ঘুম পাখির ডাকে-
ফুলে-ফুলে ভরে আছে তরু শাখে ;
বকুল, শিউলি কুড়ায়ে ভরে তুলি ডালা
মনের সুখে, ভালোবেসে গাঁথিবো মালা ।
পুকুর জলে আছে মাছ রাশি রাশি
স্নানে গিয়ে যেন আনন্দে ভাসি ;
হাঁসগুলো ভেসে চলে, যেন ছোট নৌকা
পাড়ে ঝুলে আছে বাতাবি লেবুর থোকা,
গাছের ছায়ায়, মধুর মায়ায় প্রাণ জুড়ালে
বিধাতার এক অনবদ্য সৃষ্টি অসীম খেয়ালে ।