বন্ধু আমার প্রাণ সখা প্রিয় মিতালী
বন্ধু মানে জীবন সিন্ধু চিত্তের টান -
বন্ধু তুই হিয়ার মাঝে চেনা গীতালি ;
বন্ধু হলো দুষ্টুমিতে মিষ্টি অভিমান।
দুই লোচনে অন্ধজনে ছড়াস আলো,
রঙে ভরা চির তরুণ আমার শূন্য-
তুই ক্ষমার্হ, তেপান্তরে বাসিস ভালো
হৃদ যন্ত্রে দেয় ধামাকা তোমার পুণ্য।
একই সুরে সুর তুলেছি বন্ধুজনে
বন্ধু বিহীন অন্তর আত্মা ধু-ধু মরু ;
তোরই সাথে এক হয়েছি প্রিয়ক্ষণে -
তুই ভূতলে মৈত্রী যেন সুখের তরু।
সুখ সময়ে ক্ষণে-ক্ষণে তোমারে স্মরি
ভালো থাকিস দোস্ত, এই কামনা করি।