তোমার জন্য গড়তে পারি
ভাঙা এ জীবনটা,
তোমার জন্য ঝুলতে পারি
আজীবনের ঝুলাটা ।
তোমার জন্য স্বপ্ন হয়ে
আসতে পারি ঘুমে,
তোমার জন্য পাখি হয়ে
উড়বো আকাশ চুমে;
তোমার জন্য কাশবন হয়ে
দুলবো বাতাসে ,
তোমার জন্য রঙিন ঘুড়ি
উড়াবো আকাশে।
তোমার জন্য নীল আকাশ হয়ে
ভাসাবো মেঘের ভেলা,
তোমার জন্য সারাটা দিন-
সারাটা রাত, আমার সারাবেলা ।
তোমার জন্য আকাশ ফুঁড়ে
হবো নভোচারী,
তোমার জন্য সাগর থেকে
মুক্তো আনতে পারি ।
তোমার জন্য গাঁথবো আমি
হাজার তারার মালা,
তোমার জন্য ঘুচাতে পারি
সব দুখেরই জ্বালা ।
তোমার জন্য গড়তে পারি
নতুন পৃথিবী ,
তোমার জন্য আনতে পারি
দুনিয়ার সবই ।
তুমি হবে শুধু আমার-
শুধু আমারি,
তোমার জন্য এ জীবনটা
দেব রেজিষ্ট্রি করি ।