গোল, গোল, গোল, ঐ যে হলো এক গোল,
চারিদিকে শুনি শুধু একি সরগোল;
বল, বল, বল, ফুটবল ও আকারে গোল,
গোল ফুটবলের খেলায় হয় শুধু গোল।
একটি বল, দু’দলে এগারোজন করে খেলোয়াড়,
কেউ কাউকে দিতে চায় না, একটুকু গোলের ছাড়;
গোলবার সাজানো, মাঠের দুই দ্বারে,
গোলবারে গোল বল মেরে গোল করে ।
ফাউল হয়ে যায়, অন্যায় ও অনিয়ম করলে,
এগিয়ে যাওয়া খেলোয়াড়, পিছনে টেনে ধরলে;
ফুটবল পায়ের খেলা, পায়ে খেলতে হয়,
হাত দিয়ে বল ধরলে, ফাউল খেতে হয়।
লাল কার্ড, হলুদ কার্ড ও পেনাল্টি আছে শাস্তির বিধান,
ফুটবলে স্বাস্থ্য গঠনে, নিয়ম পালনে আছে অবদান;
নিয়মের রক্ষক হয়ে মাঠে চার রেফারি থাকে,
মজার খেলা গোলবলের, “ফুটবল” বলে যাকে ।