ইয়া আল্লাহরে তুমি ছাড়া যাবো আমি কাহার দরবারে
এই দুনিয়ায় তুমি ছাড়া কেউতো নাইরে,
অভাগার দুঃখের কথা কেউ শুনে না রে।
তুমি ছাড়ারে...
ও আল্লাহরে তুমি রইলা কোন দূরে
রক্ষা কররে, প্রভু আমারে-
তুমি ছাড়া এই পাপীরও হবে কি উপায়রে,
ও আল্লাহরে রহম কর রে...
আমি যাবো কার কাছে রে,
তোমার মতো বড় দাতা আর কে আছেরে,
আমি যাবো কার কাছে রে...
তুমিই আমার ভরসারে ,
ও আল্লাহরে তুমি রইলা কোন দূরে।