স্বপ্ন সেতো ডানা নেই-
তবু উড়ে যাওয়ার ইচ্ছা,
স্বপ্ন তো ধূঁ- ধূঁ বালুচর,
মরুর বুকে জেগে উঠা মরিচীকা ।
স্বপ্ন হবে না যাহা-
তাহা নিয়ে অযথা চিন্তা করা !
স্বপ্ন দু'চোখে উড়ে আসা
অনেক কল্পনা ভাসা ভাসা,
স্বপ্ন সেতো হবে না কখনো পূরণ,
অসীম শূণ্যে উঠবেনা কখনো তৌরণ ;
স্বপ্ন সেতো অসত্যকে বরণ-
স্বপ্ন হয় মাটিতে পড়েনা চরণ ।
স্বপ্ন সেতো অবিশ্বাস্য ছায়া
কভু ছাড়েনা তার মায়া,
তবু স্বপ্ন জাগায় নিরাশের-
বুকে বেঁচে থাকার আশা,
জীবন মাঝে বয়ে আনে-
স্বপ্নময় স্বপ্নের ভালোবাসা ।
স্বপ্ন যখন স্বপ্ন হারায়
স্বপ্ন খোঁজে স্বপ্নের কাছে,
স্বপ্নে স্বপ্নে বিলীন হয়ে
স্বপ্ন পাখি কার বা আছে ।