কষ্ট আমার, নষ্ট করলো- মিষ্টি জীবন
তুষ্ট করার-সৃষ্টি করার, দৃষ্টি দানের সকল পবন,
ক্ষুদ্র প্রাণের, তুচ্ছ জীবন, মহৎ কাজে আসলোনা ;
বাঁচার মতো করে জীবন, একটিবার ও বাঁচলোনা ।
আসা যাওয়ার এই খেলাতে
দুঃখ গানের শেষ বেলাতে,
বীণার তারের সপ্ত পাতে, সুর বাঁধিতে পারলোনা ;
বাঁচার মতো করে জীবন, একটিবার ও বাঁচলোনা ।
আকাশ আমার আঁধার ভীষণ
পরলো সে আজ রুগ্ন ভুষণ ,
শান্ত রবি পেতে আসন, প্রাণের আলোয় হাসলোনা ;
বাঁচার মতো করে জীবন, একটিবার ও বাঁচলোনা ।
সাগর আমার কষ্টে ভরা
গ্রাস করেছে সকল ধরা,
জল তরঙ্গে সুখের খরা, ঊর্মি তুলে ভাসলো না ;
বাঁচার মতো করে জীবন, একটিবার ও বাঁচলোনা ।
হৃদয় যখন মরু ধূ ধূ
সাইমুম ঝড় বইছে শুধু,
প্রাণের ছোঁয়া বৃষ্টি মধু, আপন ধারায় ঝরলো না ;
বাঁচার মতো করে জীবন, একটিবার ও বাঁচলোনা ।
কানন ভরা কুসুম কলি
নেশায় মাতাল ভ্রমর অলি,
মনের বাগান রইলো খালি, পুষ্পকমল ফুটলোনা ;
বাঁচার মতো করে জীবন, একটিবার ও বাঁচলোনা ।
সবার বুকে ভালোবাসা
নিত্য প্রেমের যাওয়া আসা ,
আমার বুকে রোগের বাসা, সুস্থ হয়ে উঠলোনা ;
বাঁচার মতো করে জীবন, একটিবার ও বাঁচলোনা ।
দু’চোখ জুড়ে স্বপ্ন ভরা
আলোয় আশায় অকূল ধরা ,
স্বপ্ন আমার আঁধার মরা, স্বপ্ন নীড়ে ফিরলোনা ;
বাঁচার মতো করে জীবন, একটিবার ও বাঁচলোনা ।
সময় যখন স্বার্থ যুঝে
আপন ভালো সবাই বুঝে ,
হৃদয় আমার মৃত্যু খুঁজে, ফিরে পেতে সান্ত্বনা ;
বাঁচার মতো করে জীবন, একটিবার ও বাঁচলোনা ।
মরার আশা মনে জাগে
নশ্বর জগত মন্দ লাগে ,
থাকতে চাই না মানব বাগে, যমদূত কেন আসলোনা ;
বাঁচার মতো করে জীবন, একটিবার ও বাঁচলোনা ।