ভালোবেসেছি তোমায় আমি ওগো জান,
জানো কি ও প্রিয়া, বুঝো কি আমার মান ?
প্রিয়সি আমার আকুল ও প্রাণের কোকিলা,
কি মায়া, মোহতে আমারই পরান কাড়িলা ।

হৃদয় গহিনে রোপন করেছো, যে প্রেম বীজ,
পারবো কি আমি ? করিতে পিয়াসা একান্ত নিজ;
মায়ার ডোরে বাঁধিলে মোরেগো, কি জাদুতে,
কি সুখ লভি যে আমি, তোমারই হাসিতে।

তোমারই ছোঁয়া প্রাণে যে মোর, কি সুখ জাগায়,
বেঁচে যে আছি তোমারই তরে, কি মধু মায়ায় ;
জগতে যে জন বেসেছে ভালো, বুঝে সে জন,
কোন সে সুরে, হৃদয় গহিনে করে  কুজন।

তোমারই প্রেম সাগরে, নিত্য খেলি ডুবাডুবি,
ডুবিয়া মরিতে চাই যে আমি, হারিয়ে যে সবি ;
যতনে বাঁধিয়া রাখিবো তোমারে, আমার সনে,
আসন পেতেছো  তুমি কি বাঁধনে আমার মনে।

কত ভালোবাসি, কত আশা রাখি, কত যে আছে প্রেম,
ভরা পুরো শরীর, বহিছে যে নেশা, যেন মৃত্যু হেম;
তোমাতে আমি মরেছি ওগো অকালে- গভীর ভালোবেসে,
তোমারই জন্য দিতে পারি জীবন, আকুল হাসি হেসে।

(প্রেম সিরিজ -১০)

৬ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ