ন্যায়, নীতি ও'সব কথার কথায়,
লেখা থাকে সব বইয়ের পাতায় ।
ও'সব কথা আমরা মানি না,
ন্যায়, নীতির ধার ধারি না,
যত পারো তত খাও "ঘুষ"
থাকুক হুশ বা বেহুশ !
কার কয়টা ফাইল আটকানো যায় ;
কত বেশি ঘুষ হবে আদায় ?
তবেই দ্রুত বিদেশ ভ্রমণ -
ফ্ল্যাটে থাকবে এয়ারকন্ডিশন ।
ঘুষের টাকায় গাড়ি -বাড়ি
ব্যাংক ব্যালেন্স যাবে আকাশ ছাড়ি ;
বইয়ের পাতায় শেখা নীতি,
ভুলে হয়ে গেছে সব দুর্নীতি।
যতই থাক দুদক, আরও কিছু-
সচেতন না হলে দুর্নীতি ছাড়বে না পিছু ।
যতই বলুক লাগে না কারো লাজে
অমানুষের কাজ মানুষের কি সাজে ?
এসো সবাই করি শপথ,
দুর্নীতি নয় আমাদের পথ,
প্রতিরোধ করব দুর্নীতির রথ ।