ঊনিশশত বাহাত্তর সালে,সোনালী ব্যাংক গঠিত হয়,
দেশের সেবায় অদ্যাবধি, সোনালী ব্যাংক নিয়োজিত রয়;
সোনালী ব্যাংক লিমিটেড হয়, দু হাজার সাত সনে-
জাতীয় স্বার্থে, নিরলস সেবা দিয়ে যায় জনগণে।
ব্যবসা, মানউন্নয়ন, লাভজনক, উন্নত সেবা দিতে,
সোনালী ব্যাংক লিমিটেড,রূপান্তরিত হয় পিএলসিতে,
দক্ষ, অন্তর্ভূক্তিমূলক, জবাবদিহিতা এবং দেশের উন্নয়ন,
নেতৃত্বদানকারী সোনালী ব্যাংক পিএলসির একমাত্র ভিশন।
ছড়িয়ে আছে সারা দেশে, "বিশ্বস্ত ও স্মার্ট" শ্লোগান নিয়ে,
শুদ্ধাচার, সুশাসন মেনে, তৃণমূলে যাচ্ছে সেবা দিয়ে;
অন্য ব্যাংকের দুঃসময়ে, সোনালী ব্যাংক হয় ত্রাতা,
তাইতো আজকে প্রিয় ব্যাংক উপাধি পায়, "ব্যাংক মাতা"
চেয়ারম্যান স্যারের অভিজ্ঞতা হতে পাই, সঠিক নির্দেশনা,
এমডি ও সিইও মহোদয়ের রয়েছে সুযোগ্য পরিচালনা;
সৎ, দক্ষ,কর্মঠ, উদ্যমী জনবল এ ব্যাংকের আছে,
সোনালী ব্যাংক মাধ্যমে, অর্থনীতির চালিকাশক্তি বাঁচে।