বাংলাদেশ -
অমর, অক্ষত, সদা জাগ্রত ;
জেগেছে বাংলাদেশ -
বায়ান্নতে, ঊনসত্তরে, একাত্তরে,
জেগেছে আবাল, বৃদ্ধ, বনিতা-
দেশের তরে।
জেগেছে যখন, দেখেছে বিশ্ব-
রুদ্র, রুক্ষ মূর্তি বাংলাদেশ ;
এ'দেশ - বাংলাদেশ
জানেনাকো হার,
দেশের তরে জীবন দিয়েছে -
প্রয়োজনেতে দিবে আবার।
পুনঃর্বার জেগে ওঠো তুমি
করিয়া বিশ্বকে অবাক,
দুর্নীতির পায়ে কুঠারাঘাতে
জানিয়ে দাও, বাংলাদেশ-
এখন ও নয় নির্বাক।