#সভ্যতার জামা
জীবনবোধের ভাবনা গুলো থমকে দাঁড়ায় রোজ,
স্বপ্ন কতো অপমৃত্যু রাখে না কেউ খোঁজ।
মানবতার জাদুঘরে-
বিনা কারণ মানুষ মরে,
সভ্যতার এই জামা গায়ে লাগছে মানুষ ভোজ।
#জীবন যুদ্ধ
ছন্দ পতন জীবন অংশ হয়না তো সব সোজা,
সুখের জন্য লড়াই করে পায় যে দুঃখের বোঝা।
জীবন যুদ্ধে তবু লড়ছে-
তাইতো সুখের প্রসাদ গড়ছে,
সবাই তো আর পায় না দেখা; (তাই) সারা জীবন খুঁজা।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৭ কার্তিক ১৪৩০, ০২ নভেম্বর ২০২৩