#যোগ-বিয়োগ
ধরতে তুমি হাজার বায় না করতে শতো অভিযোগ,
কেমন করে বলবে এখন নেই যখন আর যোগাযোগ।
দেখতে গিয়ে মনের ক্ষত
করছি কতো মাথা নত,
হিসেব অমিল জীবন খাতার ভাগ্য ফলের যোগ-বিয়োগ।

#হৃদয় ভূমি
প্রেমের মানুষ থাকলে দূরে যায় না ভালো থাকা,
যতোই দূরে থাকুক প্রিয় প্রার্থনায় তার ডাকা।
ভালো থাকুক সুখে থাকুক
না ভুলে তার মনে রাখুক,
হৃদয় ভূমি তার কারণে রেখো দেবো ফাঁকা।

সোমবার, দাম্মাম সৌদিআরব,
১৪ কার্তিক ১৪৩০, ৩০ অক্টোবর ২০২৩