#তোমার ভাবনা
পাথর বুকে ফুলের নাচন নদীর বুকে জল,
তোমার মনে আমার বাঁচন জীবনে সফল।
তুমি ছাড়া এই জীবনে
আর কিছু নেই এই মনে,
এক তোমারই ভাবনাতে আজ সব কিছু ঝলমল।

#যখন ভালোবাসা
প্রেমের যে কি সুখটা কতো অন্তহীন সব আশা,
দুঃখের মাঝে হাসতে পারে যখন ভালোবাসা।
জীবন হারজিত এরই খেলা
দোদুল্যমান কাটে বেলা,
সুখের জন্য প্রেমের কাছে বারে-বারে আসা।

শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
০৭ আশ্বিন ১৪৩০, ২২ সেপ্টেম্বর ২০২৩