চাঁদের বুড়ি
চাঁদে যাওয়া ইচ্ছে আমার দেখতে চাঁদের বুড়ি,
পাটে বাটে সুতো কাটে মিষ্টি প্রেমের নুরি।

মন্দ সুখে ভালো দুঃখে
মন্দ সুখে ভালো দুঃখে দিন বদলের পালায়,
মিথ্যের জোরে সত্য ঘোরে দ্বারে দ্বারে পালায়।

যে দিন আমি চলে যাবো
যে দিন আমি চলে যাবো ছেড়ে এই পৃথিবীর মায়া,
স্মৃতিগুলো র'বে পড়ে; পচে-গলে যাবে কায়া।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
২৫ ভাদ্র ১৪৩০, ০৯ সেপ্টেম্বর ২০২৩