#যার প্রেমে ডুবে
যার প্রেমেতে ডুবে তুমি দিবা স্বপ্ন দেখো,
সেই থাকে যে অন্য জনে যাকে বুকে রাখো।
হৃদয় তুমি উজাড় করে
ভালোবাসার স্বপ্ন গড়ে,
অপমান আর অপবাদে জীবন জুড়ে মাখো।
#প্রেম-প্রীতি
প্রেম-প্রীতি আর ভালোবাসা যতো দিতে পারো,
সুখি তবেই পারবে হতে দুঃখ চেপে ধরো।
কান্না তোমার মনের ভেতর
মুখের হাসি সুখের আতর,
এই পৃথিবীর সেরা তুমি ভালোবাসায় বড়।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৫ আশ্বিন ১৪৩০, ২০ সেপ্টেম্বর ২০২৩