তোমার ভালোবাসা যতো আমার ছিলো ততো
বুকে তোমার সুখের নদী আমার শুধুই ক্ষত ।।
আমরা দু'জন এক মোহনায় এক জলেরই মাছ
মিষ্টি পানি লোনা তুমি আমি বারো মাস ।
যার কারণে ঘর ছাড়িলাম আপন করে পর
তাঁর হাতে হাত রাখবো বলে বাঁধবো বলে ঘর ।
সে কি আমায় রাখছে মনে কঠিন এই দিনে
তাঁর বুকেতে মাথা রেখে বাঁধা প্রেমের ঋণে ।
চোখের স্বপ্ন বুকের আশা করতে পূর্ণ আমি
কতোটা যে লড়াই করি জানে অন্তর্যামী ।
৩১ জুলাই ২০১৯