হক কথা আর যায়না বলা মিথ্যের চলে জোর,
সত্যবাদী অপরাধী সমাজপতি ঘুষখোর ।
কালোর রাজে মিথ্যে বাজে
মুখোশ পরে ভালো সাজে,
শাসন তারাই শোষণ করাই; হবে যে ক'বে ভোর?

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৪ কার্তিক ১৪৩০, ০৯ নভেম্বর ২০২৩