মুক্ত তুমি মুক্তি কোথায় স্বাধীনতার মসনদে?
যুদ্ধে ছিলে সবার আগে মুক্তিযোদ্ধার মদদে।
রাজাকারের হলফ নামায়
শোষিত হও এই জামানায়,
মুক্তিযোদ্ধার নাম নেই তোমার মুক্তিযুদ্ধের সনদে।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
২০ কার্তিক ১৪৩০, ০৫ নভেম্বর ২০২৩