#ভা ষ ণ
নামের স্বাধীন স্বদেশ আমার শাসক নামের শোষণ,
পালা করে লুটছে যে দেশ পাক্কা করে আসন।
বললে কথা প্রতিবাদে-
জেল-জুলুম আর তুমি বাজে,
মন কাঁড়ে যে জনগণের মিষ্টি মধুর ভাষণ।
#রা জা কা র ?
যার ঘামে দাম রক্ত দানে মুক্ত স্বাধীন দেশে,
তারাই এখন রাজাকারে! বদনামের-ই বেশে।
কেমন তুমি দেশের প্রেমিক?
প্রমাণ করো নিয়ম মাফিক,
সনদ তোমার সঠিক কিনা? এসেছো তো ভেসে!
#জি হা দ
কোন ভাষাতে প্রতিবাদে মুখ যদি হয় বন্ধ,
কলম হাতে কাব্য পাতে হউক না তবু অন্ধ।
শব্দ করে জব্দ অতি-
মনে-প্রাণে চাইবো ক্ষতি,
এমন জিহাদ চলতে থাকুক ভালো-মন্দের দ্বন্দ্ব।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
১৪ আশ্বিন ১৪৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৩