ভালোবাসি এই কথাটি যদিই বলতে হয়?
সেখানে প্রেম থাকেনা এইতো ভালোবাসা নয়!
চেয়ে থেকে মুখের প্রাণে যদি না বুঝতে পারো?
কতো তোমায় চাইলো যে সে? না বুঝলে হবেনা কারো ।
মুখের কথা চোখের ভাষা দেখেই যেও বুঝে
বলার আগেই বুঝবে যখন নেবে তোমায় খোঁজে ।
বাসলে ভালো যারে তুমি বিশ্বাস রেখো অটুট
যায় না ভোলা কতোই আঘাত যতোই ব্যাঘাত ঘটুক ।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৫ শ্রাবণ ১৪৩০, ০৯ আগস্ট ২০২৩