#ভালোবাসার বীমায়
যেদিন আমি চলেই যাবো দূর আকাশের সীমায়,
বুঝবে যখন খুঁজবে তখন ভালোবাসার বীমায়।
স্মৃতি গুলো কান্না-হাসি
সুখ আর দুঃখ রাশি-রাশি,
ভুলে যেও ভুল গুলো আর মনে রেখো ক্ষমায়।
#যোগাযোগ
থামবে তোমার যতো গুমর শেষ হবে সব অভিযোগ,
চলে যাবো দূরে যখন হবে না আর যোগাযোগ।
ছিলো অনেক চলার পথে
ছেড়ে গেলো জীবন রথে,
মিলবে না সব হিসেব তোমার জীবন যুদ্ধের যোগ-বিয়োগ।
মঙ্গলবার, দাম্মাম সৌদিআরব,
১৫ কার্তিক ১৪৩০, ৩১ অক্টোবর ২০২৩
গুমর - অহঙ্কার, দেমাক।