এলোমেলো জীবন সাজে ভালোবাসা এলে
যাযাবরও ঘর খুঁজে পায় জীবন সাজে ঢেলে ।
বদলে যাওয়া জীবন তাহার বদলে যে যায় সব
বিমুখ মানুষ উচ্ছ্বাস ভরা করে কলরব ।
ভালোবাসা জাগলে মনে সবই লাগে ভালো
একটু মেঘের ছোঁয়া পেলেই সবই যেনো কালো ।
দূরে করিতে আঁধার যতো উঠোক মনে রবি
নানা রঙ্গের সুখের দেখায় ভালোবাসার ছবি ।
যতো যে দোষ একাই আমার তুমি নও তো দোষী
মান-অভিমান থাকুক তোমার আমি শুধুই ফাসি ।
ভালো যতো তোমার একাই তুমি ভালোর রাণী
মেনে নিলাম সবই আমার ! এটাই সুখের বাণী ।
২৯ জুলাই ২০১৯