এক জীবনের সর্বস্ব প্রেম আর কিছু নেই বাকী,
শাবক যুবক বৃদ্ধ কিশোর প্রেমেই ডুবে থাকি।
সৃষ্টি প্রেমে জগৎ সংসার
মিষ্টি মোহে হয় জীবন পার,
ভালোবাসা ছাড়া বাকী; সবই যেনো ফাঁকি।

সোমবার, দাম্মাম সৌদিআরব,
১৪ কার্তিক ১৪৩০, ৩০ অক্টোবর ২০২৩