'ভাবনায়' কতো কিছু ভাবে মানুষ জন,
প্রেমেতে মধুর যাদু ভাবে যে এই মন।
'অবিরাম' পথ চলে যায় থামার নেই তো সময়
ব্যস্ত মানুষ ন্যস্ত কাজে অবসর তো কভু নয়।
'মুক্ত' পাখি উড়ে আকাশ নীলে মেলে তার দুটি ডানা,
উড়তে কি আর কেউ বাধা দে আইন যে খায় পানা।

(পানা=শরবত)

০৭ নভেম্বর ২০১৭