উল্টো পথে চলো তুমি বিপরীত সব নীতি,
রাতকে দিনে দিনকে রাতে ভুলে যাও সম্প্রীতি।
নিজের খুশি সাজো তুমি রাখো না অন্যের খোঁজ,
যে তোমাকে ভালোবাসে তাকেই রাখো অবুঝ।
যা বলো তা সবই সঠিক আমার শুধুই ভুল,
এমন করলে কেমন বলো ফুটবে প্রেমের ফুল।
কিছু তুমি ধৈর্য ধরো বাকী ধরলাম আমি,
এক মনে মিল সাজবে যে দিল ভালোবাসা দামী।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২৫ আশ্বিন ১৪৩০, ১০ অক্টোবর ২০২৩
উৎসর্গ- মো: আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি) কে।