উত্তরণ
আজ প্রায় সবাই ভুলের পাথারে করছে সন্তরণ,
কে দেবে আলো ঊষার ভালো করবে উত্তরণ।
স্বার্থ
স্বার্থ ছাড়া কেউ কারো নয় স্বার্থের পিছেই ছুটে,
বিনা স্বার্থে দেয় না কিছু; কিছুই যে না জুটে।
অনেক দূর
প্রেমের কথা শোনতে ভালো লাগে বড়ই মধুর,
আড়ালে তার হাজার কষ্ট সুখ যে অনেক দূর।
ধিক-ধিক
প্রেমের কথ্য মুগ্ধ সবাই ছড়ায় চারিদিক,
মিষ্টি যতো কষ্ট ততো; আরো ধিক-ধিক।
বোল
ব্যথার কথা কাব্য প্রাণে উঠছে কান্নার রোল
বধির হয়ে দেখছে সবই বন্ধ মুখের বোল।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৬ ভাদ্র ১৪৩০, ১০ সেপ্টেম্বর ২০২৩