তুমি আছো তাই আমি রোজ হারাই
অন্য আমাকে আবার খুঁজে পাই ।
কথার শুরু তোমাতেই কথার শেষে তুমি
লোকে তোমায় সস্তা ভাবুক তুমিই কিন্তু দামী ।
নদী যেথায় মিলে সাগর জলে-জলে খেলা
তোমায় মিলে কাটে সুখে কাটে সারা বেলা ।
তুমিতে যে শুরু আমার তুমিতেই তা শেষ
আর কিছু নয় ভাবা আমার আছে যে নিষেধ ।
যখন আমি ডুবে থাকি দুঃখ নামের আঁধারে
হাত বাড়িয়ে আলোয় নিয়ে ডোর জীবনের বাঁধারে ।
২৭ জুলাই ২০১৯