তুমি বৃষ্টি চেয়েছ এসেছে শ্রাবণ-
জলের নায়ে ভেসে মনের জমিনে এলো প্লাবন।
তুমি মেঘ চেয়েছ এসেছে বাদল-
দুঃখের প্রাচীর ডিঙিয়ে পেয়েছ সুখের আদল।
তুমি সাগর চেয়েছ পেয়েছ নদী-
অল্প জলে ভিজিয়ে গতর স্নান করতে যদি।
তুমি আকাশ চেয়েছ পেয়েছ নীল-
তোমার রূপে মুগ্ধ কবি, গগনে উড়ে চিল।
তুমি কবিতা চেয়েছ পেয়েছ কবি-
মনের তটে এঁকে আছে তোমার অমর ছবি।
তুমি গান চেয়েছ পেয়েছ গায়ক -
সুর-মূর্ছনায় ভাসিয়ে নিজেকে সেজেছ কালের নায়ক!
যা চেয়েছ পেয়েছ তারও অধিক-
এবার খোঁজে নাও জীবনের সত্য সুন্দর দিক।
দাম্মাম, শনিবার
০৬ জ্যৈষ্ঠ ১৪২৪, ২০ মে ২০১৭