চাইলে রাজি ধরতে বাজী সাগর দেবো পাড়ি,
পর করে সব তোমায় নিয়ে গড়তে পারি বাড়ী।
ডুবে তোমার প্রেমের মাঝে
নিত্য দেখা সকাল-সাঁঝে,
দূর করে দুখ সুখের ছোঁয়া দেবো সারি সারি।

২২ জুলাই ২০২৩


সারি সারি -বহু সারিতে; শ্রেণীবদ্ধভাবে।