#কৃতজ্ঞতা
কৃতজ্ঞতা যার জীবনের তুচ্ছ একটি শব্দ,
যার কাছে যাও কৃতঘ্ন সে- মহৎ আজ জব্দ।

#তারকারাজি
এই আকাশগঙ্গা ছায়াপথ লক্ষ তারকারাজি,
সুখ তারা নাম জপে যাপন জীবন ধরতে বাজি।

#প্রেমো বানে
প্রেমের কাব্য প্রাণে মিষ্টি মধুর গানে
উতরে উঠে মনের আবেগ প্রেমো বানে।

#অধরা
ভেঙে আমার স্বপ্ন হাজার জীবন অধরা আজ,
ধ্বংস করণ এই প্রজাতি মানব জাতের বাজ।

#হৃদয় পোড়ে
প্রেম-বিরহের ব্যথা বুকে কাব্য সুধা মুখে
হৃদয় পোড়ে কষ্ট ডোরে স্মৃতি ভাসে চোখে।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
৩০ ভাদ্র ১৪৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৩