তোমার দুঃখে ছিলাম পাশে তোমায় ভালোবেসে,
আজকে আমার দুঃখের দিনে নেই যে তুমি পাশে।
একটু সুখের আশায় তুমি করলে আমায় পর,
তাঁর জীবনে সুখের বাতাস দিয়েই বাঁধলে ঘর।
কেমন করে এতো সহজ গেলে আমায় ভুলে,
মাঝ ধরিয়ায় ছেড়ে তুমি; তরি ভীড়ালে কূলে।
দাম্মাম, সৌদিআরব
০৯ জুলাই ২০২৩