যখন তুমি ডুবে থাকো আমায় দূরে সরে রাখো
মনের ব্যথা বুকের কথা ঘুমরে মরে জানো নাকো ।
যখন তুমি আমার মতোই ভাবো আমার কথা
তখন আমি তোমার মতোই ভাবি তোমার কথা।
কাটলে তোমার হাতের শিরা লাগে আমার ব্যথা
আমরা দু'জন দূরে-দূরে ভাবনাতে এক মাথা ।
কাঁদলে আমি তোমার চোখে ঝরে অশ্রু জল
হাসলে তুমি আমি হাসি ভালোবাসার ফল ।
তোমার দুঃখে কাঁদে আমার মনো- প্রাণো হিয়া
নিঃস্ব আমি একাই আছিই তোমার হৃদয় দিয়া ।
২৫ জুলাই ২০১৯