তবু তোমায় ভালোবাসি যতোই করো আঘাত
তবু তোমার কাছেই আসি যতোই থাকুক ব্যঘাত ।
তোমায় ভেবেই কাটে আমার বেলা
ভুলতে গিয়ে মনে পড়ে যাবে না তো ভোলা।
মনের ঘরে মনটা বাঁধা ইহা বড় তালা
পাগল যে মন মানে নাতো কোন মানা
কেমন আমি তোমার পাগল সবারিই তো জানা ।
তবু দূরে সরে কেনো বলো দাও আমাকে জ্বালা
ফিরে এসো বুকের ঘরে দু’হাতে আজ মালা ।
দাম্মাম, সৌদিআরব
আগস্ট ২০১৯