যখন তুমি একটু আলোয় আলোকিত আমি,
তোমার সুখে, দুঃখ বুকে হাসতে আমি জানি।
হাসি মুখে কান্না লুকাই বুকে ব্যথার পাথর,
সুখে থাকার অভিনয়ে হয়েছে সবাই পর।
ঘর ছেড়ে দেশ ছেড়ে যে আজ হলাম যাযাবর,
পথে-পথে ঘুরে বেড়াই খোঁজতে আপন ঘর ।
দূর করে সব আপন মানুষ ভিন্ন গ্রহে বাস,
একা তুমি কিছুই নয় যে, সবই সর্বনাশ।
যা গেছে তা আর পাবে না এতেই থাকো খুশি,
আপন ভাগের অংশটুকু এর চেয়ে নয় বেশি ।
তোমার যা তা তুমিই পাবে পাবেনা কেউ অন্য,
তৃপ্ত মনে তৃপ্তি নিয়ে হয়ে যেও ধন্য ।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০২ ভাদ্র ১৪৩০, ১৭ আগস্ট ২০২৩