#তোমার প্রেমে
বিমোহিত দেখে তোমায় ডুবে তোমার প্রেমে,
শান্তি খোঁজে পাই যে মনে তোমার বুকের ধামে।
সুখ গুলো সব তোমার ঘাটে
তাইতো সবাই আসে ছুটে,
সঁপে জীবন বন্ধু ওগো সব চেয়ে বেশি দামে।
#সারা জীবন ধরে
তোমারে বেসেছি ভালো হৃদয় উজাড় করে,
চিরকাল থাকবোই তোমার মনে বসত গড়ে।
তুমি ছাড়া শূন্য ধরণী
পূর্ণতা পায় হলে ঘরনী,
অপেক্ষাতেই কাটবে বেলা সারা জীবন ধরে।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১০ কার্তিক ১৪৩০, ২৬ অক্টোবর ২০২৩