যে দিয়েছে ব্যথা তোমায় তারেই শুধু ভাবো,
তোমার মতো এমন মানুষ খোঁজতে কোথায় যাবো?
কোন মাটিতে তৈরি তুমি
জানে যে তা অন্তর্যামী,
সহজ-সরল মানুষ কোথায়? বলো কোথায় পাবো।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০৬ আশ্বিন ১৪৩০, ২১ সেপ্টেম্বর ২০২৩