তোমার চলে যাওয়া দেখে-দেখে
কাটছে আমার বেলা কেঁদে-কেঁদে,
কী হবে অযথায় ভেবে-ভেবে
আসবে কি আর সেজে-গুজে ।
ফুল ফুটে আর ঝড়ে
ভুলে যায় মানুষ! দিনেই
হারিয়ে যায় ঘ্রাণ ছড়িয়ে
ফুল ডাস্টবিনে ।।
ছেড়ে গেলে শূন্য করে প্রেমো ডোরে বেঁধে-
একাই আমি-- কাঁদছি তোমার পথো চেয়ে
তোমার নামে তোমার দামে
-------যাচ্ছি যে গান গেয়ে ।
অনেক সময় মেঘ করেও হয়না বৃষ্টি
বাতাস আসলেই হয় না ঝড় সৃষ্টি ।
বেলা শেষে ফিরে পাখি আপন নীড়ে
ভুলে গিয়ে গ্লানি সবই নতুন সুরে ফিরে ।