অন্তহীন পৃথিবী অন্তক মানুষ এবং তার চরিত্র,
কতো ভয় কিংবা দুঃস্বপ্ন বদ্লায় মানুষ তার মহত্ত্ব।
আমার আমিটাও আজ হারালো লোভ লালসার জলে,
হাজার মন্দের ভিড়ে যে এক কেমনে থাকে ভালোর দলে।
যা দেখি তা আমার তো নয় আমি আগন্তুক,
কিসের তোমার বাহাদুরি র'বের সামনে মূক।
সৃষ্টির সেরা মানব কিন্তু অতি ক্ষুদ্র জীব,
অহমিকায় ভরা মানুষ মিছে মোহে সজীব।
নশ্বর পৃথিবীতে ভুলে অবিনশ্বর জীবন,
কেমনে ঘুমাও কেমন করে শান্ত তোমার মন?
শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৮ ভাদ্র ১৪৩০, ০২ সেপ্টেম্বর ২০২৩