সুখগুলো সব দেখে সবাই দুঃখগুলো গোপন,
কান্নারই জল চোখের পানি সুখ মানুষের আপন।
*
কতোটুকু জানলে পরে জানার হবে শেষ,
মানতে পারা যতোটুকু সুখ পাওয়া অশেষ।
*
জীবন যেমন চলছে তেমন অস্থিরতার বাজারে
চাওয়া-পাওয়ার এই ব্যবধান জমছে শতো মাজারে।
*
এই জীবনের রঙ্গশালায় সাজে মানুষ সং
অভিনয়ে পাকা না হয় বাজায় সবাই ঢং ।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
০১ আশ্বিন ১৪৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৩