এই জীবনের নাট্য মঞ্চে সবাই অভিনেতা,
ভালো থাকার অভিনয়ে দিচ্ছে শতো ব্যথা।
আড়ালে সব বাজে লোকে
চেহারাতে মন্দ ঢাকে,
রূপ বাহারে নজর কাড়ে ঝলক মিথ্যে কথা।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
০১ আশ্বিন ১৪৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৩