জীবন যে তার গতিবেগে চলছে মরণ যাত্রায়,
পূর্ণতা-অপূর্ণতাতেই ঘুরছে অতিমাত্রায়!
*
ডুবে মানব প্রতিহিংসায় ভুলে মানবতা,
খাচ্ছে মানুষ মানুষের গোস্ত দেখায় ক্ষমতা।
*
মরে গেছে সেই মানব আজ ভাবতো অন্যের তরে,
নিজের আখের গোছায় মানুষ ভরে আপন ঘরে।
*
মোদ্দা কথা অনেক ভারী বেহুদা সব সস্তা,
বাচাল মানুষ মূল্যহীন আজ যেনো তুষের বস্তা।
শনিবার, দাম্মাম, সৌদিআরব
০১ আশ্বিন ১৪৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৩