সত্য-মিথ্যের এই ব্যবধান সারা জীবন ধরে,
লড়াই করে কাটছে জীবন হঠাৎ যাবে মরে।
জীবন গাড়ি থেমে যাবে
হিসেব খাতা বন্ধ হবে,
দুই দিনে সব ভুলের পাতায়; থাকবে কবর পড়ে।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
০২ আশ্বিন ১৪৩০, ১৭ সেপ্টেম্বর ২০২৩

কবি- এম,এ, সালাম (সুর ও ছন্দের কবি) মহোদয় কে উৎসর্গ।