#তার ভাবনায়
যে জীবন তার আপন ছিলো এখন সবই পর,
যার হাতে হাত রেখে তুমি বাঁধতে চাইলে ঘর।
না দেখে সব করলে যে রব
বাঁচবে না আর সেই দূরে যব,
তার ভাবনায় হলে তুমি - বড্ড স্বার্থপর।
#যন্ত্রের মন্ত্রে চলে
সীমাহীন অরাজকতার মাঝে একটু সান্ত্বনা খুঁজি,
অনিত্য পৃথিবীর বুকে আপন কাউকে পাবো না বুঝি?
নিজ ভুবেঃ ডুব - মানুষ অবুঝ
রাখে নাতো কেউ কারো খোঁজ,
যন্ত্রের মন্ত্রে যখন চলছে ধরা আবেগ বিবেক যেই রুজি।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
১৩ কার্তিক ১৪৩০, ২৯ অক্টোবর ২০২৩
অনিত্য-অস্থায়ী, নশ্বর।
ভুবঃ, ভুবর্লোক- অন্তরীক্ষ সপ্তস্বর্গের অন্যতম।