আগের যতো কথা ছিলো
ছিলো যতো ভুল,
দু'জনারই গত ভুলের
দিচ্ছি দু'জন মাসুল ।
কিছু ব্যথা তোমার ছিলো
কিছু ব্যথা আমার,
মুখ ফিরিয়ে দু'জন মোরা
খাচ্ছি ব্যথার মার ।
কিছু কথা আমার ভুলে
কিছু কথা তোমার,
জীবন (এমন) টানা-পোড়ন
এর নাম-ই তো সংসার ।