একটি কথায় মন কেড়েছে বলেই ভালোবাসি,
মন ছুঁয়ে যায় তার ভাবনায় তাইতো ছুটে আসি।
সুপ্রিয়া সে আমার মনে
জানে যে তা সর্বজনে,
সব আয়োজন তাকেই ঘিরে থাকতে কাছা-কাছি।

শুক্রবার, দাম্মাম সৌদিআরব,
০৪ কার্তিক ১৪৩০, ২০ অক্টোবর ২০২৩