#শূন্য জীবন
ভাবনাতে তার বেলা কাটে সুখ স্মৃতিরই খোঁজে,
কান্না-হাসি যেমন বাঁচি - চুপ থেকে অবুঝে।
সুখের দেখা পেতে সখা
দু'নায়ে পা সাপ দু'মুখা,
থাকবে শূন্য জীবন গাড়ি আসবে যখন বুঝে।

#দুঃখ বাজার
অল্প কথার গল্প গুলো বলবো ক'বে আর,
মনের মাঝে জমা থাকে স্মৃতি গুলো তার।
গুমরে-মরে রোজ বিকেলে
দুঃখ নামের ব্যথা খেলে,
কান্নার সুরে গান তুলে মন, যেনো দুঃখ বাজার।

বুধবার, দাম্মাম সৌদিআরব,
০২ কার্তিক ১৪৩০, ১৮ অক্টোবর ২০২৩