#ভুলে ভরা সিন্দুক
হারতে-হারতে হেরেছি অনেক আর হারবো না,
শিখতে লিখতে শিখেছি প্রচুর আর মানবো না।
ভুলে ভরা বিষের সিন্দুক
রাখবো না আর দেবো বন্ধক,
জেনেছি সব বুঝছি রব অবুঝে আর থাকবো না।

#সুনন্দিতা
আসবো ফিরে বীরের বেশে আসার মনে ইচ্ছে,
সুনন্দিতা গাইবে গীতা মধুর জীবন বাঁধছে।
হয়নি তো হার জয়ের জন্য
তোমাদেরই তরে ধন্য,
হাত বাড়িয়ে মধুর সুরে সূ-দূরে সুখ ডাকছে।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
৩০ ভাদ্র ১৪৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৩

উৎসর্গ- কবি পি. কে. বিক্রম মহোদয়'কে।